খুলে দাও বন্ধন
খুলে দাও বন্ধন


দেখতে দাও বিশ্বটাকে ছন্দে ভরা রহস্য,
জ্বলছে কেমন আকাশ নীলে তারা কোটি সহস্র ?
মিশছে কেমন রামধনুতে সাত রঙেরই প্রাণ,
কেমন করে প্লাবন সুরে ডাকছে গাঙে বান ?
কিসের সুরে ছন্দে তালে ধরা করে নৃত্য,
কোন্ মন্ত্রে কোন্ যন্ত্রে পশুরা নরের ভৃত্য ?
কোন্ সে তারার অদৃশ্য সুতে বাধা এ বিশ্ব,
কিরূপে সৃষ্টি-ধ্বংস একে অপরের শিষ্য ?
কর্দমাক্ত কোমল পাঁকে কিরূপে জন্মে পুন্ডরীক,
কিরূপে ছুটছে মানব নিরন্তর দশ দিক ?
কি বৈভবে কি আনন্দে পরিবর্তনশীল ঋতু,
রবি শশীর সৌন্দর্যে কেন ব্যস্ত রাহু কেতু ?
তাই শিথিল করো অবরোধ, মুক্ত করো বন্ধন,
দেখতে দাও বিশ্বটাকে, মেলুক পাখা মনের নয়ন।