ওরা কি ভালো আছে ?
ওরা কি ভালো আছে ?


ওরা কি ভালো আছে ?
যে হাতগুলো আমাদের নরম কচি আঙুল ধরে চলতে শেখাল,
যে অক্ষরজ্ঞানহীন হাতগুলো আমাদের অক্ষরজ্ঞান করল,
যে হাতগুলো সদা কাজে ব্যস্ত থেকে আমাদের মুখে অন্ন তুলে দিল,
তারা কি ভালো আছে ?
আমাদের সদা ব্যস্ত জীবনে ওই হাতগুলোর খোঁজ কি আমরা রাখি ?
ওই হাতগুলো এখন জীর্ণ অক্ষম হয়ে পড়েছে,ওদের কর্মক্ষমতা নিঃশেষিত,
ওদের প্রাণ শক্তিও শেষের পথে।
আমরা কি একবারও সেটা অনুভব করার বিন্দুমাত্র চেষ্টা করেছি ?
এই চঞ্চলতার ছুটে চলার যুগে আমরা কি একবারও ওই কম্পমান হাতের উপর হাত রেখেছি ?
রাখলে বুঝতে পারতে কিভাবে নিজে পুড়ে পুড়ে সে তোমাদের মতো শক্ত হাতকে নিরাপদ আশ্রয় দিয়েছে।
এই কম্পিউটারের যুগে শুধুমাত্র ভিডিও কলে নিজেদের ছবি দেখানো নয়, চাই একটু ভালোবাসার স্পর্শ , চাই একটু উষ্ণতা।
একবার শুধু একবার সেই বয়স্ক হাতগুলোর উপর হাত রেখে বলো আমরা আছি, আমরা আছি।
ওদের সেই কাঁপা কাঁপা হাতে নিজের হাত রেখে একবার বলো আমরাই তোমাদের লাঠি, আমরাই তোমাদের অবলম্বন।
যদি আমরা সময়ের বহমানতায় সব ভুলে যাই ভবিষ্যতের নরম কচি হাত আমাদের ক্ষমা করবে তো ?