আমি শারদ সংখ্যা
আমি শারদ সংখ্যা


এ কোন আমি ?
শিশির সিক্ত ঘাসের মিতালি ?
না কুঞ্জবনের প্রস্ফুটিত ওলি ?
একটা সময় ছিল যখন
মুক্ত বিহঙ্গের মতো মাঠ ঘাট
সব পদদলিত করে ফিরতাম বাসায়।
প্রাকৃতিক পতঙ্গের দল ভীত সন্ত্রস্ত হতো
আমার নগ্ন পায়ের শব্দে।
দিনের শেষ ওম টুকু ঐ পশ্চিম মাঠে ফেলে
অরুণ যখন বিদায় নিত,
সবুজ দূর্বায় তখনও চলতো আমাদের দাপাদাপি।
হিমেল হওয়ায় সিক্ত শরীরে আলোচিত হতো
আগামীর রণকৌশল - কোনো সাংসারিক বিষয় নয়।
সে দিন গেছে .. গেছে সে বিকেল
এসেছে নতুন অরুণ , নতুন সকাল।
তারুণ্যের চাহিদাগুলো পালন করছে অবসর জীবন।
রন্ধের কোষে তরলের রং বোধহয় একই আছে,
তবে তার সত্ত্বা তরল থেকে তরলতর হয়েছে।
দূর্বার ডাক আজ পাইনা শুনতে,
বিকেলের সোনা দিনগুলি চীর শীত ঘুমেতে।
অশ্রু ঝরারও সময় নায় !
ভালোলাগা সময়গুলো আজ কর্তব্যের গিলটিনে।
আসবে সুদিন - ফিরবে সময়।
চাহিদাগুলো মুক্তি পাবে খেলার খাতায়।
আত্ম-স্বরূপে পাবো খুঁজে আমার সেই শৈশব,
ছোট্ট আমি আমায় পাবে সেই বৈভব।