STORYMIRROR

Sudip Bag

Inspirational

3  

Sudip Bag

Inspirational

মানবরূপী দেবতা

মানবরূপী দেবতা

1 min
12.4K

ঈশ্বর কি তিনিই শুধু স্বর্গে থাকেন যিনি ?

যাকে তুষ্ট করে আমরা স্বপ্নের জাল বুনি ?

মনস্কামনা পূরণ করতে আমরা জোড় হাত করি,

রক্ষা করো ঠাকুর আমায় তোমার পায়ে পড়ি।

সুখ দুঃখের সবটা সময় শুধুই তোমায় ডাকি,

তোমার অর্ঘ্যে তোমরা নৈবেদ্য হয়না কোনো ফাঁকি।

তোমার প্রতিমার মূর্তি পূজায় আকন্ঠ ডুবে থাকি,

সাধ্যের চেয়েও আরো বেশি, রাখিনা কিছু বাকি।


ভুলে যায় মোরা পাশেই আছে মানুষরূপী দেবতা,

প্রাণ বাঁচাতে পৃথিবীতে মনে পড়ে তাদের কথা।

দিনরাতের প্রতিটা ক্ষণ আর্ত সেবায় নিয়োজিত,

নিজেদের প্রাণ তুচ্ছ করে কর্তব্যে নিমজ্জিত।

কোভিড করোনা সর্দি কাশি যে কোনো প্রকার সার্স,

আমাদের সেবায় সদা ব্যস্ত চিকিৎসক ও নার্স।

ওঁদের হাতেই জন্ম নেয় ছোট্ট নতুন প্রাণ,

ওঁদের জন্যই আবার অনেকে নেয় পৃথিবীর ঘ্রাণ।

আজ পৃথিবী যখন অসুস্থ, যোগ্য নয় সমবেত বসবাস,

কর্তব্যের অমোঘ ডাকে ওরাই তখন কর্মস্থলে স্বেচ্ছা বনবাস।



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar bengali poem from Inspirational