আমরা করবো জয়
আমরা করবো জয়


বিষাক্ত দিনের তিমির ভেঙে আসবে ঊষা আবার,
তরল গরল কণ্ঠে ভরে জিতব মোরা বারবার।
অন্ধকারের বিজয় রথ রুদ্ধ করবো ভবিষ্যতে,
অশ্বমেধের ঘোড়ার মতো ছুটবো আবার আগামীতে।
ভয় করিনা, দুঃখের দিন কাটবে এটা নিশ্চিত,
আমরা না থাকলেও ভবিষ্যৎ করবো সুরক্ষিত।
আশার আলো ফুটবে দেখো অন্ধকার যাবে মুছে,
মানুষ আবার জয়ী হবে, আসবে আবার কাছে।
ধৈর্য ধরো প্রার্থনা করো আছি আমরা সাথে,
মৃত্যুকে তুচ্ছ করে মিলবো আবার রাজপথে।
সমবেত সুর বাজাবো আবার আতঙ্কের সুর ফেলে,
হাতের উপর হাতটি রেখে এক হবো শপথ জালে।
করিনা আর দুঃখ প্রকাশ, মনে নেই আর মৃত্যু ভয়,
একটাই শপথ আমাদের - আমরা করবো জয়।