দূরত্ব
দূরত্ব


সময়টার বড্ড অসুখ কাঁপছে ভয়ে আতঙ্কে,
সবাই ব্যস্ত অন্বেষণে বাঁচবার পথ একান্তে।
মাস্ক হোক বা হাত ধোয়া সবই করো নিয়ম মেনে,
রোগ থেকে বাঁচতে থাকো ঘরের কোণে।
সামাজিক দূরত্ব বজায় রাখো ভাঙো শৃঙ্খল,
নিজেকে বাঁচাতে এটাই এক ও একমাত্র কৌশল।
আক্রান্তকে ঘৃণা নয়, পাশে থেকো তার,
বিপদের সময় বদল করো মানসিকতার।
দূরত্ব বজায় রাখো তবে শুধু শারীরিক,
পাশে থেকো কাছে থেকো শতকরা মানসিক।
আতঙ্কের ক্ষণস্থায়ী ক্ষণে মুখটা হোক মানবিক,
বাস্তবের বাস্তব মাটিতে দায়িত্বশীল বাস্তবিক।
তাই দূরে নয়, কাছে এসো আরো পাশে,
করোনাকে দূরে সরাও থাকবো আবার মিলেমিশে।