আমার শহরলেখা: সুমাইয়া আক্তার
আমার শহরলেখা: সুমাইয়া আক্তার
আমার শহরের আকাশে আজ মেঘ জমেছে
আমার শহরের বৃষ্টি নেমেছে, ভিজে গেছে রাজপথ
আমার শহরের কাকভিজে ভরে পাখিদের ডাক
আমার শহরের আজও নেমে আসে কত নির্ঘুম রাত
আমার শহরের নিয়ন আলোয় মন খারাপের পাতা
আমার শহরের ওলিতে গলিতে শুধু মানুষের ব্যস্ততা
আমার শহরের দেওয়াল জুড়ে আছে ছেড়া পোস্টার,
আমার শহরের ওলিতে গলিতে শত শত শিশুর কান্না ভেসে আসে বারবার
তবুও এই শহরের মায়ায় পরি বারবার
