স্মৃতির পাতা
স্মৃতির পাতা
1 min
265
লেখা: সুমাইয়া আক্তার
ঠিক যখন সন্ধ্যা নামে,
কিছু স্মৃতি ভেসে ওঠে মনের কোণে
গোলাপ ঝরে গেছে জোছনা রাতে
শিউলি ফুলও ঝরে গেল সকাল হতেই
শুধু ঝরে গেল না কিছু বিষাদময় স্মৃতি
যা আজও ডাইরীর পাতার ভাঁজে বন্ধী
ভুলে যেতে চায় তার কিছু অংশ চিরদিনের জন্য
মনে রেখে কি লাভ দুঃখে ভরা স্মৃতির পাতার ভাঁজ
পাখির পালকের মতো তা ঝরে পড়ে যাক
শুকনো পাতার মতো ঝরে যাক,
দুঃখে ভরা স্মৃতির পাতার ভাঁজ
