STORYMIRROR

Sumaia Akter

Children Stories Others Children

3  

Sumaia Akter

Children Stories Others Children

ধোঁয়াশা

ধোঁয়াশা

1 min
172

এই শহর ধোঁয়াশায় ঢাকা,

ধোঁয়াশা আর মুখোশে ঢাকা রয়েছে বহু মুখ

যার মাঝে মুখ আর মুখোশ চেনা হয়ে উঠেছে দায়,,


বহু স্বপ্ন আছে ধোঁয়াশায় বুকে ওৎ পেতে

কিছু রঙ হীন বিকেল আর কিছু উদ্বেগ

কিছু অবিশ্বাস, কিছু বাঙ্গক্ত হাসি

সবকিছু নিয়ে চূর্ণ বিচূর্ণ হয় মন


কে কাছের কে দূরের, কে আপন কে পর

ধোঁয়াশার মাঝে ঢাকা পরে যায় বার বার


মেঘ ঢাকা আকাশ, রোদ্র মেঘের লুকোচুরি খেলা

চারিদিকে শুধু আলোছায়ার খেলা

কেউ নেই ,কেউ নেই, চারিদিকে শুধু মিথ্যের মায়াজাল

ধোঁয়াশার ঢাকা আছে সব,

 সুযোগ পেলে গ্রাস করে নিবে সব

ভেঙ্গে যাবে বিশ্বাস 


কত কত স্বপ্ন গুচ্ছ 

ধোঁয়াশার আড়ালে হয়ে যাবে নিরুদ্দেশ


Rate this content
Log in