পথশিশু
পথশিশু
1 min
163
আমাদের সমাজেই পথশিশুর স্থান,
তবুও আমাদের সাথে তারা বড্ডো বেমানান
ফুটপাতের রাস্তার পাশে কাটাই তারা রাত
তাদের মাথার ওপরে নেই কোনো ছাদ
তাদের বয়সে আমরা হাতে পেয়েছি বই
আর তারা ভাবতে থাকে আজকে আহার পাবে কই
ছেড়া পোশাক পরে করে তারা দিন পার
ক্ষুধার তাড়নায় ছুটেছে এর ওর দ্বারে হাজারবার
কারও সামান্য করুণায় ফুটে ওঠে তাদের মুখে হাসি
তবে আমরা কতজনই বা তাদের দুঃখ বুঝি
