প্রকৃতির রূপলেখা: সুমাইয়া আক
প্রকৃতির রূপলেখা: সুমাইয়া আক
আঁধার রাতের হাজার তারা মিটিমিটি করে
তাদের সাথে তালমিলিয়ে জোনাকী পোকা জ্বলে
দীঘির জলে জোছনার আলো
পদ্ম পাতা গা ভাষালো
নতুন ভোরে ঊষার আলো
কোকিলের ডাক মন মাতালো
সন্ধ্যা হলে নিশির ডাক
চাঁদের আলোয় নিশুতি রাত
একলা বিকেল একলা আকাশ
চারিদিকে বইছে বাতাস
বৃষ্টি শেষে আকাশে ভাসে
রংধনুর সাত রঙের মেলা
