কলিযুগে ভগবান হয়ে গেছে অজ্ঞান
কলিযুগে ভগবান হয়ে গেছে অজ্ঞান
কলিযুগে ভগবান হয়ে গেছে অজ্ঞান
শয়তানের লীলাখেলায় ওষ্ঠাগত সৎপ্রাণ
সৎ, ধাৰ্মিক, সত্যবাদী আজ ভূলুণ্ঠিত রুগ্ন
ভগবান তুমি কি হয়ে গেছ বধির না ক্রীতঘ্ন ?
তুমি ব্যর্থ ভগবান, নেই কোনো ন্যায়বিচার
নিরপরাধীরে দাও শাস্তি, অপরধীর ভোগ অধিকার
অনায়াশে, অক্লেশে কেন দাওনা মহাপ্রয়াণ?
যারা অসহায় যাদের ভোগাও, তারাই মানে, তুমি মহান।
ব্যর্থ্য তোমার মহাসৃষ্টি, ব্যর্থ্য তোমার সব অবদান
ব্যর্থ্য এ মানব জীবন, ব্যর্থ্য তোমার ভজন সাধন
সৎ চায় মহাপ্রয়াণ, যদি হও বিদ্যমান, যদি হও তুমি মহান
সকল নিষ্পাপীরে, বিনা কষ্টে, বিনা ক্লেশে করো তাদের পরিত্রাণ।
