STORYMIRROR

Uma Prosad Das

Tragedy

4  

Uma Prosad Das

Tragedy

প্রার্থনা

প্রার্থনা

1 min
274

অসহায় বিছানায় 

পড়ে  আছো নিরুপায় 

ব্যাথা বেদনায় কহিতে না পারো 

মনকষ্ট তারও অধিক বড়ো। 

 

বিধাতার পরিহাস 

দূরে থেকে হা হুতাশ 

করি আর ভাবি আমি, হে ভগবান 

ধৰ্ম  নিষ্ঠা সততার এ কি প্রতিদান ?

 

সংসার ধৰ্ম মেনে 

যা জানে সীমিত জ্ঞানে 

উপবাসে অনশনে, করেছে নিত্য সেবা তোমার 

তোমার এ কি নিষ্ঠূর অবিচার। 

 

তুমি দাও এবার চিরমুক্তি 

অটুট রেখো মোদের ভক্তি 

চিরবিদায় নিয়ে যাই কোন অজানায় 

জীবন যন্ত্রনা থেকে কোন এক মুক্তির আঙিনায়। 


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy