প্রার্থনা
প্রার্থনা
অসহায় বিছানায়
পড়ে আছো নিরুপায়
ব্যাথা বেদনায় কহিতে না পারো
মনকষ্ট তারও অধিক বড়ো।
বিধাতার পরিহাস
দূরে থেকে হা হুতাশ
করি আর ভাবি আমি, হে ভগবান
ধৰ্ম নিষ্ঠা সততার এ কি প্রতিদান ?
সংসার ধৰ্ম মেনে
যা জানে সীমিত জ্ঞানে
উপবাসে অনশনে, করেছে নিত্য সেবা তোমার
তোমার এ কি নিষ্ঠূর অবিচার।
তুমি দাও এবার চিরমুক্তি
অটুট রেখো মোদের ভক্তি
চিরবিদায় নিয়ে যাই কোন অজানায়
জীবন যন্ত্রনা থেকে কোন এক মুক্তির আঙিনায়।
