STORYMIRROR

Uma Prosad Das

Tragedy

4  

Uma Prosad Das

Tragedy

ভাগ্যের নিষ্ঠুর পরিহাস

ভাগ্যের নিষ্ঠুর পরিহাস

1 min
307

বিশাল এ ভূবনে

নিঃস্ব এ জীবনে    

পড়ে আছি অসহায়

অবসাদে অনিদ্রায়

নেই কোন চাওয়া পাওয়া, নেই কোন আশ

তবুও অনিচ্ছায়, নিরন্তর বয়ে চলে শ্বাস।


রিক্ত এ জীবন, ভরে গেছে বিষাদে

মরে গেছে মনটা, দুঃখে, অবসাদে

শুধুই অনুভবি, তিক্ততা বাতাসে

মন চায় উড়ে যাই উন্মুক্ত,অনন্ত ওই আকাশে

রূঢ় এ বাস্তব, ভাগ্যের খেলা, একি ক্রূঢ়হ অতি

যে চাহে, নেই কোন মুক্তি তার,ভয়ঙ্কর পরিণতি। 


আকাশে বাতাসে

কোমলতা ও সুবাসে

সুন্দরী শরতের হয়েছে আগমন

তাই এত শঙ্খ, ঘণ্টা, উলুধ্বনি, ও সহর্ষ আবাহন

দুর্গামাতা যে এসেছেন, বৎসরান্তে ধরাধামে, মাতৃ ও পিতৃ ধামে

বরণ করিছে তাই,, সকল মানুষ ভাই,, আনন্দে ও মনেপ্রাণে। 

 

কিন্তু আমার হৃদয় কেন এত দুঃখ সিক্ত 

নেই আনন্দ,উল্লাস;পরিপূর্ণ রিক্ত

অতীব বেদনায়, মন কাঁদে হায় হায় 

মুক্তি দাও মোরে প্রভু, আপন উদারতায়

চলে যাই, অনন্ত ওই আকাশে, চির মুক্তির আঙিনায়

যেথায় নেই জন্ম, মৃত্যু, ভোগে না কেউ বিষাদ ও হতাশায়। 


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy