STORYMIRROR

Nityananda Banerjee

Tragedy Others

3  

Nityananda Banerjee

Tragedy Others

ভ্রান্তিবিলাস

ভ্রান্তিবিলাস

1 min
123


হাত রাখি মৃতের শরীরে;

অনুভবি হৃদয়ের স্পন্দন,

নাড়ি যেন চলে ধীরে ধীরে ;

স্তব্ধ হয় হয় গণক্রন্দন ।


কবে যেন হয়েছিল বিবাহ ;

মনে নাই আজ তা' মনে নাই,

বৃদ্ধি পায় আন্তরিক প্রদাহ ;

মন বলে ভালবাসি তাই ।


দেহ রবে বিছানায় কিছুক্ষণ;

নেমে যাবে তুলসী তলায়,

হেঁসেলের ভিতরে আজ অরন্ধন ;

কোন বাধা নেই পথ চলায় ।


জেনে গেছি শাঁখাপলার মূল্য;

সিথির সিঁদুর কত লাল,

বড় কেউ নাই সন্তানের তুল্য ;

বাকি সবকিছুই ভুলভাল ।


কালিয়া শুক্তো বা ডালনা ;

রোজকার আহার বিহার,

ভালবাসা থাকে চিরকাল না ;

খোলা বারান্দায় জমে নীহার ।


পাঁচ ভুতে গিলে খায় দেহ যে ;

গেলে চলে কোন সে ঠিকানায়,

রয় নাকো পার্থিব কেহ যে ;

শরীরও থাকে নিকো বিছানায়।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy