STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Tragedy Others

3  

Partha Pratim Guha Neogy

Tragedy Others

ছন্নছাড়া

ছন্নছাড়া

1 min
212

যেমন তেমন ভাবে ধুলোয় ভরা ডায়েরীটা পড়ে আছে ,

আজও দেখা হয়নি ছুঁয়ে , পায়নি তাঁর প্রানের স্পর্শ,

চোখে দেখা শাওন মিলিয়ে নেয়ার ইচ্ছে এখন।

ঘরে-বাইরে রাত্রি যাপন আর বিনিদ্র জেগে থাকা ,

ভালো আছি,আছি বেশ আমার সাদা ক্যানভাসে,

রঙ্গিন তুলি বিরহের হাওয়ায় উড়ে গিয়েছে কবেই।

ছন্নছাড়া হয়েই আমি আছি, ভালোই আছি ... 


হাতপাখার বাতাসে সুখ খুঁজিনি বহুদিন,বাঁধিনি কোন সুর,

বলা হয়নি এইটা তোমারই গান।

ইটের দেয়ালে লিখিনি কোনও প্রেমিকার নাম বনলতা,

ছুঁয়ে দেখিনি কারও খোঁপার শ্রী বাড়ানো গজরা ।

জীবনের আকাশে উড়ন্ত নিঃসঙ্গ ঘূড়ির মতই এতদিন উড়েছি ,

আজও তাই ছন্নছাড়া হয়েই আছি,নীড়ে ফেরার নেই টান।

আছি বেশ আছি ,এইতো ভালই আছি ,

ছন্নছাড়া এই আমি ... 


হাতে হাত রাখা হয়নি বহু সময়, লিখতে বসে 

ছন্দ না মেলায় ছিঁড়েছি অসংখ্য ডায়েরীর পাতা,

জীবনের রং পাল্টে হয়েছে অনেকটাই ধূসর।

পেরিয়ে এসেছি কয়েকটি বর্ষণমুখর বর্ষাকাল,

হারিয়েছে প্রেমের পরশের বসন্তের কিছু মধুক্ষণ।

হয়েছি পথিক ছন্নছাড়া পথের, ছন্নছাড়া একজন আমি ...


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy