নারী
নারী
আর কতদিন পরাবি বেড়ি..
বাধবি বাঁধন হাতে পায়ে ??
ওরে মূর্খ চেয়ে দেখ মেয়েরাও যে কম নয়...
যেদিন ঠেকবে পিঠ দেয়ালে
ভাঙ্গবে তাদের সহ্যসীমা
সেদিন হবে প্রলয় আবার ..
কারণ প্রতি নারী যে দুর্গা হয়।
পুরুষতন্ত্র যতই বলিস ,
জানিস নারী শক্তি কি হয়?
আদ্যা শক্তি নারী বন্দনা ..
যে অন্নপূর্ণা সেই আবার ত্রিশূলধারী দুর্গা হয়..
দেবী পূজায় মন্ত্র পড়িস আবার সেই দেবী কে নষ্ট বলিস।
ওরে নারী চেয়ে দেখ তোর সমাজখানি ,
যে পুরুষ কে করলি তোর গর্ভে ধারন সেই পুরুষই করে তোর সতীত্বহানী।
আর কতদিন সইবি এসব ,
খড়্গ তুলে শিকল ভেঙ্গে
বের কর তোর বিনাশী রূপ..
সেজে উঠুক আবার দুর্গা দশ হাতে দশ রূপে
বিনাশ হোক আসুর যত ত্রিশূল দ্বারা নারী হস্তে।
আর চাই না পুরুষ সমাজ
এবার নারী - পুরুষে সন্ধি করে পুরুষতন্ত্র বিনাশ হোক।
লিঙ্গ ভেদাভেদ বন্ধ করে নারী পুরুষ হোক বরাবর।
অসম্মান আর অত্যাচার সব ধ্বংস হয়ে সম্মান ধ্বজা উঠুক আবার।
