অনেক বছর পর আবার দেখা
অনেক বছর পর আবার দেখা
অনেক বছর পর হয়তো আমাদের আবার দেখা হবে
কোনো ভিড় রাস্তায় ট্রাফিক সিগন্যালে
চোখে চোখ পড়বে শুধু অল্প কিছু সময়
রেড লাইটটা যখনই গ্রীন হবে
তুমি যাবে এক রাস্তায় আমি যাবো ঠিক তার বিপরীতে।
তখন দেখা হবে কিন্তু আর কথা হবে না।
চোখের চাহনিতে তোমার জন্য সেই উত্তেজকটা আর আমার থাকবে না।
আমি তখন শান্ত হবো যে
পাগলামিটা তোমায় পেলে মাথাচাড়া দিয়ে উঠতো
সেই পাগলামিটা আমাকে ছেড়ে গেছে "ভালো থেকো"তে।
আজ আর আমার মনের মধ্যে নেই কোনো অভিমান
তায় তোমায় সামনে পেয়েও এক মুহুর্তও অভিযোগ জানাই নি।
শুধু ফিরে যেতে দেখেছি বাধা দিইনি। 🍂🍁🖤
----- রাই ✍️
