STORYMIRROR

Ananya Nandi

Tragedy

4  

Ananya Nandi

Tragedy

অনেক বছর পর আবার দেখা

অনেক বছর পর আবার দেখা

1 min
519

অনেক বছর পর হয়তো আমাদের আবার দেখা হবে

কোনো ভিড় রাস্তায় ট্রাফিক সিগন্যালে

চোখে চোখ পড়বে শুধু অল্প কিছু সময়

রেড লাইটটা যখনই গ্রীন হবে

তুমি যাবে এক রাস্তায় আমি যাবো ঠিক তার বিপরীতে।

তখন দেখা হবে কিন্তু আর কথা হবে না।

চোখের চাহনিতে তোমার জন্য সেই উত্তেজকটা আর আমার থাকবে না।

আমি তখন শান্ত হবো যে

পাগলামিটা তোমায় পেলে মাথাচাড়া দিয়ে উঠতো

সেই পাগলামিটা আমাকে ছেড়ে গেছে "ভালো থেকো"তে।

আজ আর আমার মনের মধ্যে নেই কোনো অভিমান

তায় তোমায় সামনে পেয়েও এক মুহুর্তও অভিযোগ জানাই নি। 

শুধু ফিরে যেতে দেখেছি বাধা দিইনি। 🍂🍁🖤


----- রাই ✍️


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy