STORYMIRROR

SATYABRATA MAJUMDAR

Tragedy Others

3  

SATYABRATA MAJUMDAR

Tragedy Others

ভাঙা স্বপ্ন ------

ভাঙা স্বপ্ন ------

1 min
114


দিন যায়, রাত্রি আসে, কেটে যায় আরেকটি বিনিদ্র রজনী,

এক কর্মহীনের জীবনে থেকে যায় শুধু হাহাকার, যন্ত্রণা, অভিশপ্ত ব্যাকুলতা।

আবেগে ভাসে না মন, পূবালী হাওয়ার ডাকে -

চরম হতাশা, গ্লানিময় জীবনে, স্বপ্ন ভেঙে চুরমার হতে হতে খান্ খান্ হয়ে ভেঙে পড়ে হৃদয়ের কুঠুরি গুলিতে,

হারের প্রতিযোগিতায় ক্রমশ পিছিয়ে যায় মননের ভাবনাগুলি,

নরম পেলবতায় ভরা সেই হাতের পরশ খানি,

সেও চলে যায় ছেড়ে অন্য কোনোখানে, ভরা যৌবনের আরেক রঙিন আঙিনায়,

ভোলা কি যায়, এক কর্মহীনের জীবনের মর্মব্যথার শেষ বেলাকার কাহিনী,

 অব্যক্ত যন্ত্রণায়, আশা-নিরাশার ঘেরাটোপে, নিঃশেষ হয়ে যায় জীবন যন্ত্রণার কঠিন ছবি।

থেকে যাবে শুধু কোমল হৃদয়ের এক কবি।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy