সাগরের বুক চিরে ---------
সাগরের বুক চিরে ---------
সাগরের বুক চিরে লবণাক্ত জলের নিচে
উত্তপ্ত, জ্বলন্ত ঢেউ ওঠে,
ঘোর বিপদ ঘনিয়েছে আজ, রামধনু অদৃশ্যে অন্ধকার।
আকাশ শূন্যে কোথায় প্রাণ? গ্রহ থেকে গ্রহান্তরে, অশরীরী আত্মা ঘোরে,
এইবার প্রলয় হবে, নিরালা নিঃশব্দে গ্রহেরা দেখবে চেয়ে,
অহংকারী পৃথিবী ডুবন্ত সাগরে।
