STORYMIRROR

SATYABRATA MAJUMDAR

Inspirational

4  

SATYABRATA MAJUMDAR

Inspirational

পাঁচমিশালী শব্দ চচ্চড়ি

পাঁচমিশালী শব্দ চচ্চড়ি

1 min
299

পাঁচমিশালী শব্দ চচ্চড়ি —

ডা: সত্যব্রত মজুমদার

তারিখ :-১২/০৭/২০২২

—--------------

কিছু নতুন, পুরনো শব্দকে এবার ঘূর্ণি যন্ত্রে মিশ্রন করে নাও —---

;দেখবে কিছু নির্যাস বেরোবে, যা হবে চটচটে,

মোলায়েম, হাতে ধরে যত& মেখে চলবে —-

;সময়ের সাথে ততই রঙ বদলাবে, ততোই রূপ,স্বাদ, গন্ধ, আস্বাদ, মননে চিরস্থায়ী হবে।

;পাক-ক্রিয়ার নিপুণতায়,‌ সঞ্চালিত লম্বা, নরম, কঠিন,নিটোল, তুলতুলে আঙুলের যাদু স্পর্শে,

আগ্রহ ভরে যদি নিজেকে সমর্পণ করো ধৈর্য, শান্ত, স্থিরতা,‌ একাগ্রতা, প্রতিজ্ঞায়,

উদ্দীপনা, চেতনা,প্রেম মম প্রাণের মশলা সহযোগে —

;মুহূর্তে এই বিন্যাসের কাল হবে জয়ী, স্বাস্থ্যবিধির বিজ্ঞানকে স্যালুট জানিয়ে —

নতুন পদকে যত্ন করে কাঁচের ঢাকনা দিয়ে রেখে দিও সুসজ্জিত; ভোজনালয়ের লাল,কালো শাল কাঠের টেবিলে।

একদিন সে আসবেই, নতুন পাঁচমিশালী শব্দ চচ্চড়ির স্বাদ নিতে, আকুলতায়, নয়তো লোভী হয়ে, একান্তই নিজস্বতাকে মিলিয়ে নিয়ে।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational