পাঁচমিশালী শব্দ চচ্চড়ি
পাঁচমিশালী শব্দ চচ্চড়ি
পাঁচমিশালী শব্দ চচ্চড়ি —
ডা: সত্যব্রত মজুমদার
তারিখ :-১২/০৭/২০২২
—--------------
কিছু নতুন, পুরনো শব্দকে এবার ঘূর্ণি যন্ত্রে মিশ্রন করে নাও —---
;দেখবে কিছু নির্যাস বেরোবে, যা হবে চটচটে,
মোলায়েম, হাতে ধরে যত& মেখে চলবে —-
;সময়ের সাথে ততই রঙ বদলাবে, ততোই রূপ,স্বাদ, গন্ধ, আস্বাদ, মননে চিরস্থায়ী হবে।
;পাক-ক্রিয়ার নিপুণতায়, সঞ্চালিত লম্বা, নরম, কঠিন,নিটোল, তুলতুলে আঙুলের যাদু স্পর্শে,
আগ্রহ ভরে যদি নিজেকে সমর্পণ করো ধৈর্য, শান্ত, স্থিরতা, একাগ্রতা, প্রতিজ্ঞায়,
উদ্দীপনা, চেতনা,প্রেম মম প্রাণের মশলা সহযোগে —
;মুহূর্তে এই বিন্যাসের কাল হবে জয়ী, স্বাস্থ্যবিধির বিজ্ঞানকে স্যালুট জানিয়ে —
নতুন পদকে যত্ন করে কাঁচের ঢাকনা দিয়ে রেখে দিও সুসজ্জিত; ভোজনালয়ের লাল,কালো শাল কাঠের টেবিলে।
একদিন সে আসবেই, নতুন পাঁচমিশালী শব্দ চচ্চড়ির স্বাদ নিতে, আকুলতায়, নয়তো লোভী হয়ে, একান্তই নিজস্বতাকে মিলিয়ে নিয়ে।
