রূপের অহংকার
রূপের অহংকার
অণুকবিতা:-
অণু কবিতার শিরোনাম:- "রূপের অহংকার"
লিখনী:- ডা: সত্যব্রত মজুমদার
তারিখ :-২৪/০৭/২০২২
---------------------
রূপের অহংকার
বড় অহংকার, রূপ তাঁর ঠিকরে পড়ছিল কাল,
দুটি নয়ন চেয়ে থাকে বারে বার, তাই বুঝি হারায়
আজ।
বুঝেও বোঝেনা সে, নির্লিপ্ত মনোভাব, নিঃস্ব, বিমুর্ত অভিশাপ।
তবে মন থেকে মুছে ফেলো তারে আক্ষেপের অভিঘাত।
প্রতীক্ষা, আরো কতজন, দেখা হবেই আগত রাত।
