STORYMIRROR

SATYABRATA MAJUMDAR

Tragedy Inspirational Others

4  

SATYABRATA MAJUMDAR

Tragedy Inspirational Others

জানালাগুলো খুলে দাও

জানালাগুলো খুলে দাও

1 min
252


অনু কবিতার শিরোনাম :- "জানালা গুলো খুলে দাও"

কবিতা লিখনী :-ডা: সত্যব্রত মজুমদার

তারিখ:-২১/০৮/২০২২

------------------জানালা গুলো খুলে দাও


এইবার জানালাগুলো খুলে দাও

আমি দেখব তোমার মুখখানি।

কতদিন হয়নি দেখা, চেনা বলিরেখা গুলি,

অচেনা অজানায় হারিয়ে যাওয়ার আগে

পুষ্ফুটিত হোক, জাগরিত মন হয়েছে যখন

আঘাত প্রত্যাঘাত ভুলে গিয়ে সত্যি দাঁড়িয়ে এখন

খোলা জানালার প্রান্তে আপন হৃদপন্দন। 

 


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy