ফোন গ্যালারি
ফোন গ্যালারি
ফোন গ্যালারি থেকে মুছে দিয়ে
তোমার প্রতিটা ছবি,
ভেবেছিলাম যাবো তোমা্য মেয়ে
ভুলে সবাই।
তুবও তো মনের গোপন স্পদনে
সিগারেটর নিকিটনে
তুমি আছো জড়িয়ে,
আমার চোখের ঘুম হারিয়ে,
দীর্ঘশ্বাস হয়ে এসেছে ফিরে ফিরে বারেবারে
স্মৃতি বারান্দায়,
বলো কি উপায়ে ভুলি তোমায়,,,?
ক্ষত বিক্ষত স্মৃতির ভীষণ বিক্ষোভে
জানি না এখনো কিসের লোভে,
মন চায় কেন তোমায় ,,,
সব অভিযোগ ভুলে ভরতে চায়
তোমায় আবার ভালোবাসায়,
মনের আয়নায় আজো তোমার প্রতিবিম্ব।।
প্রতি মুহূর্ত ছোবল মারে একাকীত্ব।।।
