STORYMIRROR

গল্পিকা✨ ছদ্মবেশী 💕

Tragedy Others

3  

গল্পিকা✨ ছদ্মবেশী 💕

Tragedy Others

প্রিয়জনের প্রয়োজন

প্রিয়জনের প্রয়োজন

1 min
183


বৃষ্টি ভেজা বিকালে নয়

এক প্রখর রৌদ্রজ্জ্বল দ্বিপ্রহরে তার সাথে দেখা

রোদের তেজে লাল হয়ে যাওয়া মুখ

আর ঘামে ভেজা সুঠাম দেহ দেখে

এসেছিল এক অমোঘ ভালো লাগা।। 


ধীরে নয় দ্রুতই হলো প্রনয়

আমায় না দেখে তার নাকা কাটে না সময়

আমিও সেই ভালোবাসার টানে

সবই ভুললাম, শুধু সেই ছিল মনে।। 


তারপর পরিচয়ের বাঁধনে

তারপর সংসারের বাঁধনে বাঁধা পড়ে

নিজের অস্তিত্ব ভুললাম

নিজেরই অবচেতনে।


আর কিছু নেই আমার 

সবই হলো আমাদের

নিজের কাছে নিজের মূল্য

ক্রমশই হলো প্রহসনের।। 


তার সেই ভালোবাসা, সেই ছোট ছোট স্পর্শz

ক্রমশই হারিয়ে গেল সময়ের অতলে

চেনা মানুষটা কেমন যেন গেল বদলে। 


এখন আমি আর নই তার প্রিয়জন

রয়ে গেছি শুধুই হয়ে তার প্রয়োজন।।  




            ...


Rate this content
Log in

More bengali poem from গল্পিকা✨ ছদ্মবেশী 💕

Similar bengali poem from Tragedy