জীবনের রঙ্গমঞ্চ
জীবনের রঙ্গমঞ্চ
জগৎটা এক রঙ্গমঞ্চ, সাজানো গোছানো গোলকধাঁধা,
আমরা যে যার নিত্য কাজে, ভাগ্য সেই সুতোয় বাঁধা।
আমরা ভাবি আমরা সেরা আমরাই ভগবান,
দুর্বলের অত্যাচার, অবলাকে অপমান।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধুই অভিনয়,
ঈশ্বরের জাল ছড়ানো সর্বত্র ভুবনময়।
মুখে রঙের আদলে ঠাসা গভীর ষড়যন্ত্র,
নিজের উন্নতি নিজের সুখ একমাত্র মন্ত্র।
সুখের আকাশে যতই আমরা পাখা মেলে উড়ি,
জানিনা তিনি কাটবে কখন আমাদের জীবন ঘুড়ি।
যন্ত্রণাকে বুকে চেপে মুখে আনি বিজয়ীর হাসি,
চোখে জল নিয়েও বলতে পারি তোমায় ভালোবাসি।
সবকিছু সহ্য করে চলতে থাকে জীবন সার্কাস,
স্বপ্ন থেকে দুঃস্বপ্ন জীবন চলুক বারো মাস।
অন্তরেতে বুকের ব্যথা আর ওপরে মুখাভিনয়,
রোজনামচার প্রাত্যহিক জীবন চলছে ছন্দে লয়।