তোমরা আমরা
তোমরা আমরা


তোমাদের শরীর জিমে তৈরী
আমাদের ঘাম রক্তে।
তোমাদের সময় অনেক দামী
অবসর চায় না কাটতে।
তোমরা তোলো লোহার দন্ড
লকডাউনে জিমে।
আমাদের পা রক্তাক্ত
রাজপথ ভেজা ঘামে।
তোমরা কাটাও সুখের অবসর
ঠান্ডা ঘরের কোণে।
আমাদের ছাদ খোলা আকাশ
পুড়ছি সৌরকিরণে।
তোমরা শুধু ঘরে থেকো
ডিনার লাঞ্চ খেও।
আমাদেরতো পথেই খাবার
মৃত সারমেয়।
তোমরাতো সব সুনাগরিক
পাঁচ জনের একজন।
আমরাতো সব পরিযায়ী
মাথা ব্যথার কারণ।
পেটের খাবার করতে হজম
তোমাদের কতো কসরত।
আমারা ঘুরি হন্যে হয়ে
একমুঠো ডাল ভাত।
বাঁচলে শেষে হিসেব কোরো
খাঁটি কথা ষোলআনা।
কোনটা ছিল মহামারী
ক্ষিদে না করোনা ?