বিষ বাষ্প
বিষ বাষ্প


বাতাসে বিষ রন্ধ্রে রন্ধ্রে নিঃশ্বাস ভরা গরলে,
আকাশ ভরা অবিশ্বাসে বিষাক্ত প্রাণ তরলে।
নিকোটিনের সুখের কণা অসুখ জীবনভর,
বাষ্পের সুখানুভূতি তিমির ভবিষ্যতের আকর।
ক্ষণিকের সুখ মনের ঘরে আকন্ঠভরা ব্যাধি,
পোড়া পাতার অলীক নেশা ক্ষণস্থায়ী সুধী।
জীবনটা দামী ভীষণ পরিজনদের তরে,
একটি কু অভ্যাস লাগাবে আগুন আপন আপন ঘরে।
ছোট কচি প্রাণ কষ্টে ভারী বিষ বাষ্পের ঘোরে,
মায়াবী ক্ষণ আর নয় এখন ছোট্ট প্রাণের তরে।
স্বর্গীয় তৃপ্তি আর কিছু বায়ু কমতি জীবন আয়ু,
ক্লান্ত ঘোরের গোলকধাঁধায় চিরস্থায়ী সময় উদ্বায়ু।
তাই আর নয় সেই বিষ বাষ্পের ওষ্ঠে চুম্বন,
ধোঁয়াটে সুখ নিপাত যাক, সুখে ফিরুক জীবন।