মাসকাবারি
মাসকাবারি
মনের আনন্দে কাটছে জীবন
মনে হয় ভালোই আছি বেশ।
মাসের শেষে মাসকাবারি টানাটানি,
সুখী বুকের নিচে নেই অর্থের টনটনানি,
কিন্তু নিজেকে নিয়ে তবুও আছি বেশ।
আমি হলাম মাস-পয়লার রাজা-উজির,
যদিও আমি দুদিন পরেই পথের ফকির,
তবু বলব আমার কাটছে জীবন বেশ।
লোক দেখলে ঝুলিয়ে মুখে মেকি হাসি,
নিজের ভিতরে বুকের মাঝে দুঃখ পুষি,
তবুও বলব আমি এইতো আছি বেশ।
একটুখানি ঝগড়াঝাটি, টকাস্ করে টাগরা চাটি,
লাগে আমার নিজের কাছে স্বাদখানি তার বেশ।
মিছরি ছুরি,কাটছে জীবন আড়াআড়ি,যাচ্ছে সময় বেশ।
টক-মিষ্টি রস টুপটুপ খাচ্ছি,লাগছে জীবন ফ্রেশ ।
