অনুভূতির নীলে
অনুভূতির নীলে
কেউ একজন তোমাকে মিস করে যা
তুমি বুঝতেও পারো না।কেউ একজন তোমার অপেক্ষায়
সময় পার করে দেয় তাও তোমার
বুঝে আসে না।কেউ একজন তোমাকে নীরব মনে
অনুভব করে যায় সেটাও বুঝতে
পারো না।কেউ একজন আছে তোমার
সাথে মনে মনে রাগ করে অভিমানের নীল
জমিয়ে রাখে তাও বুঝো না। কেউ একজন তো আছে যে তোমার
একটা ফোনের অপেক্ষায় মাঝে
মাঝেই ফোন হাতে নিয়ে একেকটা
দীর্ঘশ্বাস ফেলে।
