আলোকলতা
আলোকলতা
মনে পড়ে সে সব দিনের কথা ;
এখন যখন হয়েছি সবে বুড়ো,
ছিলাম সেদিন একটি আলোকলতা;
ইচ্ছে ছিল ধরব গাছের চূড়ো।
তোমরা আমায় বলতে পরগাছা ;
কাণ্ড যার নেই; জান তো দূর অস্ত,
তুচ্ছ ভেবে বলতে ' ওরে বাছা ' ;
কেটেও ছিলে চুলগুলো ক' প্রস্থ ।
সাহস এনে জড়িয়ে ধরি গাছে ;
সাপের মত লকলকিয়ে উঠতে,
হাসতে সবাই সাহস ব্যাটার আছে;
পারবে বুঝি গোলাপ হয়ে ফুটতে !
চুপ থেকেছি ; রা কাড়িনি মুখে ;
লক্ষ্যভেদে না হয় গণ্ডগোল,
তবু দেখি হিংসে কর সুখে ;
বন্ধ হয়নি লম্বা চওড়া বোল ।
মেরুদণ্ডী মনের যে সব ভাষা ;
বাক্যবাণে বিঁধে আমার বুকে,
কাণ্ড হয়ে আমার যতেক আশা ;
পাশা উল্টে ফেরায় তাদের মুখে।
সমাজ বলে রঙ বাহারী সাজে ;
বেশ তো থাকো স্বর্ণলতা হয়ে,
তবু কথা কই না মনের লাজে ;
ব্যস্ত থাকি গাছের প্রেম জয়ে।
