STORYMIRROR

Sankha sathi Paul

Fantasy

3  

Sankha sathi Paul

Fantasy

চেনা অনুভবে অদেখা মুখ

চেনা অনুভবে অদেখা মুখ

1 min
416


আমি মুখের আদল চিনিনি আজও

কাছে এলে চোখ বুজে বিশ্বাস করি

তুমি স্থির, আশ্রয়....

গহীনে বাষ্প হয় ক্ষুরধার প্রতিবাদ

আমার চশমা জুড়ে ঝাপসা হয়ে আসা রেললাইন 

আর সূর্যাস্তের মরা আলো 

কাঁচপোকা উঠে আসে নিঃশব্দ ভেঙে গুটিগুটি

আস্তিনে সাপের মতো ঠান্ডা সন্দেহ গোল করে বসে, আরামে

আগুনে হাত সেঁকে, নাক উঁচু করে নিশ্চিত হয় ভাঙনের 

প্রিয় শিউলির সুবাস চাপা পড়ে যায় শ্মশানের কটু গন্ধে

তবুও আমি তো জানি, তুমি সত্য, তুমি আলো 

সেই অহংকার পরতে পরতে 

তখনও আমার চোখ জুড়ে আজন্মলালিত অন্ধকার

আমি আজও মুখের দিকে তাকানোর আগেই বলেছি, ভালোবাসি

স্পর্শসুখে জেনেছি, হেরে গিয়েও বাজিকর হওয়া যায় উপসংহারে।


Rate this content
Log in