STORYMIRROR

Sankha sathi Paul

Abstract Others

4.5  

Sankha sathi Paul

Abstract Others

গরীবের সিন্দুকে তালা দিতে হয় না

গরীবের সিন্দুকে তালা দিতে হয় না

1 min
174


গরীবের সিন্দুকে তালা দিতে হয় না


পুরনো লোহার সিন্দুক, মাঝে মাঝে জং ধরা

রঙের প্রলেপ পড়ে না বহু যুগ ;

অভাবের জৌলুস নেই কোনো.. 


বৃষ্টির জলে ডুবে যায় বিকেলের আলো 

বর্ষার মরশুমে এখনও কদম ফুল ফোটে আগের মতোই.. 


পৃথক দুই পৃথিবী একদিন হাতে হাত রেখে বলেছিল, ভালোবাসি! 

বিষাদের সাথে পরিচয় বহু পরে। 


গরীবের সঞ্চয়ে ন্যাপথলিনের গন্ধ থাকে না 

থাকে মৃতা মায়ের আঁচল আর দু-চারটে অগোছালো দুঃখ সুখ.. 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract