STORYMIRROR

Sankha sathi Paul

Classics

4.4  

Sankha sathi Paul

Classics

অকালশ্রাবণ ২

অকালশ্রাবণ ২

1 min
243


উপশমের জলপটিতে তাপের খবর পেয়ে

দেখতে এল অকালশ্রাবণ শরৎ আকাশ বেয়ে

ভুলেই গেছি কি ছিল নাম কি তার পরিচয়

বুকের ভেতর রক্ত ঝরে, শিড়দাঁড়াতে ক্ষয়

সমস্ত দিন আনাগোনা স্মৃতির বার্ষিকী

জ্বলছে আগুন চোখের তারায় পুড়ছে ধিকিধিকি

কোথায় পাবো শান্তি আমি কোথায় পাবো ঘর

দিকহারা এক পথিক যেন ক্লান্ত যাযাবর

পাষাণ করো অকালশ্রাবণ মন বলে যা হয়

ঊষর করো গর্ভ আমার আগাম পরাজয়

সমস্ত ঋণ আমার শুধু, সমস্ত দিন একা

নীরব করো মুখের ভাষা মৃত্যু উপত্যকা।


Rate this content
Log in

Similar bengali poem from Classics