পাতা ঝরা বসন্ত ২
পাতা ঝরা বসন্ত ২


রাতের আকাশে উত্তর খুঁজি জ্যোৎস্নার আঙিনায়
তারায় সাজানো চাঁদের বসতি সোহাগের কিনারায়
পথে নেই কেউ, নিঝঝুম সব - - গাছেরও নতমুখ
সিঁদুরের দাগে আঁকা হল বুঝি রাতমোহনার সুখ
জড়িবোনা আলো আগুনের মতো বিদ্রূপ করে যেন
নাই কিছু নাই,হাতের মুঠোয় - - তবু এত সাধ কেন!
ঠোঁটের গহীনে যন্ত্রণা কাঁপে! চোখ বুজে নিই ভয়ে
পাঁজরে বিঁধছে সন্তান শোক--অন্তিম পরাজয়ে
বৃথা কলরব বসন্ত দিন আয়োজন সব মিছে
চলে যেতে হবে, সেটাই নিয়ম! স্মৃতি থেকে যায় পিছে
শূন্য আঁচলে কি বা সঞ্চয়, খুলে দিই গিঁট যত
রক্তের দাগ কতটুকু লেখে ব্যর্থ প্রেমের ক্ষত?