ওয়ান-ওয়ে
ওয়ান-ওয়ে
ঢেউকে ভাঙতেই হয়, নইলে আকাশকে জেতানো যায় না
ঘুড়ির মত ঘড়ি চাইলেই হারিয়ে যেতে পারে না।
স্বপ্নের মতো অসময়ে আয়না ভাঙে না
তাই প্রতিবিম্ব খন্ডিত হয় না আলোর নরমে
অসুখ নামের এক ব্যক্তিগত সুখ ডানা মুড়ে বসে অবসরে
সমুদ্র দেখা হবে না আর
স্রোতের বিপরীতে যেতে যেতে মরুভূমি হয়ে গেছে তৃষ্ণার্ত চোখ
ফেরা হবে না জেনেও চলে যেতে হয়।