কারণ
কারণ
আসন্ন বৃষ্টিকে রুখে দেওয়া যায় যে উপেক্ষায়
সে উপেক্ষা তোমার করতলে রোদ্দুর হয়ে ফোটে রোজ রোজ
অর্জিত নারী অভিমানী হয়, কিন্তু চলে যেতে থমকায়
তুমি জেনে গেছো হৃদয়ের গোপন আঁতাত।
জেনেছি আমিও, তুমি জানো কতখানি
তবু বারেবারে বাড়িয়েছি হাত
সে হাতে হাত রেখে মেপে মেপে হেঁটে চলে গেছো দূরে
এমনও সত্যি হয়....
প্রেমিক মাত্রই ঈশ্বর হতে চায়।