অকালশ্রাবণ.. ৩
অকালশ্রাবণ.. ৩


।
আজ শুনেছি ভিজছে তোমার শহর
অনেক দিনের মেঘ জমানো পরে
আমার হেথায় একটুও নেই জল
ঊষর বুকে ভীষণ রকম ঝড়ে
ঠাকুর ঘরে জ্বলছে দীপের আলো
অন্ধ দু'চোখ স্মৃতির কানাচ খোঁজে
অবসরে একটুও কি কাঁদো?
হাতের আঙুল অভাব কিছু বোঝে!
কার্নিশে রোজ জোনাক জ্বলে, জানো
বন্ধ রাখি বন্ধু হওয়ার পথ
আর কি বলো সাহস আমার আছে
ভাঙা ডানায় ওড়ার হিম্মৎ
বৃষ্টি মাঝেও ঐ তো আকাশ বাতি
সুখ টলটল সিঁথির সিঁদুর জুড়ে
একেই বলে ভালো থাকা? কিগো
যেমন আছি আমরা দূরে দূরে