Sankha sathi Paul

Abstract Others


3  

Sankha sathi Paul

Abstract Others


অকালশ্রাবণ.. ৩

অকালশ্রাবণ.. ৩

1 min 145 1 min 145

আজ শুনেছি ভিজছে তোমার শহর

অনেক দিনের মেঘ জমানো পরে

আমার হেথায় একটুও নেই জল

ঊষর বুকে ভীষণ রকম ঝড়ে


ঠাকুর ঘরে জ্বলছে দীপের আলো

অন্ধ দু'চোখ স্মৃতির কানাচ খোঁজে

অবসরে একটুও কি কাঁদো?

হাতের আঙুল অভাব কিছু বোঝে!


কার্নিশে রোজ জোনাক জ্বলে, জানো

বন্ধ রাখি বন্ধু হওয়ার পথ

আর কি বলো সাহস আমার আছে

ভাঙা ডানায় ওড়ার হিম্মৎ


বৃষ্টি মাঝেও ঐ তো আকাশ বাতি

সুখ টলটল সিঁথির সিঁদুর জুড়ে

একেই বলে ভালো থাকা? কিগো

যেমন আছি আমরা দূরে দূরেRate this content
Log in

More bengali poem from Sankha sathi Paul

Similar bengali poem from Abstract