STORYMIRROR

Sankha sathi Paul

Abstract Tragedy

4  

Sankha sathi Paul

Abstract Tragedy

পাতা ঝরা বসন্ত ১

পাতা ঝরা বসন্ত ১

1 min
23.1K



মনখারাপের দরজা খুলে বৃষ্টি এল মাঝরাতে

একলা পলাশ ভিজছে একা শহরতলীর রাস্তাতে


ভিজছে কেন একলা পলাশ, এমন কি তার ব্যথার ঋণ?

সবার ঘরে চাঁদের আলো, রঙের মেলা বসন্তদিন


কি তার ব্যথা সঙ্গোপনে, কোথায় ক্ষত রক্ত স্নান

কান্না ভেজা বাতাস কেন, চোখের-তারা ক্লান্ত, ম্লান


তারও ছিল চাঁদের আলো মিথ্যা বসত ঘুমের ঘোর

সময় শেষে শূন্য সবই, ভাবের ঘরে সিঁধেল চোর


জ্বলছে আগুন তারায় তারায়, সদ্য ভাঙা স্বপ্ন খেই

তবুও আছে ক্যানভাসেতে রঙিন ছবির বাহার সেই


প্রহর শেষে নিরুদ্দেশে, ভালোবাসার পথ ধরে

রূপকথাটি ফুরোয় হঠাৎ মেঘলা আকাশ রাত ভোরে


তাই তো কাঁদে রঙিন পলাশ, আড়াল করে বৃষ্টিতে

কষ্ট ভোলে সকাল হলে নতুন ফুলের সৃষ্টিতে


কেউ জানে রঙের নিচে আদৌ সে যে বর্ণহীন

মৃত্যুমুখী বসন্ত তার, মিথ্যা সোহাগ ব্যর্থ দিন



Rate this content
Log in