শঙ্খ
শঙ্খ


শঙ্খ
শঙ্খ বাজে শুভ্র সকাল ভোরে,
শঙ্খ বাজে সন্ধ্যাকালে ঘরে,
শঙ্খ বাজে যুদ্ধারম্ভকালে,
শঙ্খ বাজে যুদ্ধটি শেষ হলে,
শঙ্খ আনে জয়ধ্বনির সুর,
শঙ্খস্বর বহে বহুদুর।
শঙ্খ, তোমার সুরের কত রকম মানে,
কিন্তু তুমি তো বাজে ওই একইরকম তানে!
তবে কি বও তুমিই দোষীর ভার?
নাকি সব দোষ যে শুনছে তার?
শঙ্খ বলে, ওরে বোকা শোন,
সকল দোষী সময়-কালক্রম।