STORYMIRROR

SARBOJAYA CHAKRABORTY

Drama Classics Others

4.5  

SARBOJAYA CHAKRABORTY

Drama Classics Others

কবিতার প্রতি

কবিতার প্রতি

1 min
71


যখন ভীষণ কষ্টে মেঘ করে আসে,

তোমার কথা, চোখে বৃষ্টি এনেছে বারবার।

একলা মনে সঙ্গী হয়ে তুমি 

দুর করেছো মনের অন্ধকার।


তোমার কথায় আনন্দের সুর যেমন শুনেছি কানে,

আবার তোমার ভরসায় বুঝেছি,

কখনো জীবনের ঠিক মানে।

কবিতা, তোমার কাছে ঋণের তো শেষ নাই,

তবু তুমি পাশে থেকো, এটুকু শুধু চাই।


Rate this content
Log in