কবিতার প্রতি
কবিতার প্রতি

1 min

71
যখন ভীষণ কষ্টে মেঘ করে আসে,
তোমার কথা, চোখে বৃষ্টি এনেছে বারবার।
একলা মনে সঙ্গী হয়ে তুমি
দুর করেছো মনের অন্ধকার।
তোমার কথায় আনন্দের সুর যেমন শুনেছি কানে,
আবার তোমার ভরসায় বুঝেছি,
কখনো জীবনের ঠিক মানে।
কবিতা, তোমার কাছে ঋণের তো শেষ নাই,
তবু তুমি পাশে থেকো, এটুকু শুধু চাই।