আদিম অন্ধকার
আদিম অন্ধকার


পিরামিডের প্রাচীন অভিশাপ নেমে এলে-
তুমি মরনকাঠি তুলে নাও হাতে;
আমাকে শুনিয়ে দাও..... মৃত্যুদণ্ড,
আমি নিশ্চুপে শুনে চলি মাথা নত করে,
ইতিহাসের পাতায় মিশে থাকা সম্রাটের মতো-
তুমিও বন্দী বানাও আমায়,
তোমার সেপাইরা আমার কোমরে বেঁধে দেয় দড়ি,
নিয়ে চলে আমায় অন্ধকূপের কারাদন্ডে,
যেখানে অ্যামাজনের অন্ধকার লুকিয়ে রাখে,- নিশ্চিত মৃত্যুর চাবিকাঠি।
তারা আমার শরীরটাকে ছুঁড়ে ফেলে,
অট্টহাস্য প্রতিধ্বনিত হয় চারিদিকে,
আমি যেন শুনতে পাই শেষতম মানব কন্ঠ,
যে স্বর আমার শিরায় মিশিয়ে দেয় সায়ানাইড,
দ্রুত ছড়িয়ে পড়ে যন্ত্রনা,
নীলচে হয়ে উঠি আমি,
দেহের সর্ব শক্তি দিয়ে দু'চোখ বন্ধ করে দিই ভয়ে.....
তারপর জানালা গলে যখন ভোরের প্রথম আলো খেলে যায় বিছানায়, -
আমি যেন নতুন করে জন্ম নিই, এই প্রভাতের বুকে!!