STORYMIRROR

Sreyasi Podder

Romance

3  

Sreyasi Podder

Romance

অরন্য-মন (শারদ সংখ্যা)

অরন্য-মন (শারদ সংখ্যা)

1 min
197

আজ সারাদিন বৃষ্টি নামুক,

শরীরের অলিগলির সাথে ভিজে যাক হৃদয়,

বুক ছোঁয়া উপত্যকার দু'আঙুল নিচে যার বাস।

সারাদিন বৃষ্টির টিপটিপ শব্দে আমার ঘোর লাগুক,

কিংবা তীব্র নেশা হোক বুকে,

যে নেশা চুইয়ে সমস্ত সুখ এসে পড়ুক,- 

হৃদয় মাঝে বেড়ে ওঠা বিস্তীর্ণ অরণ্যে;

যে অরণ্যে বৃষ্টি নামেনি বহুদিন,

শোনা যায়নি পাখির কিচিরমিচির ডাক,

যে অরণ্যে শুধু বয়ে গেছে- 

ফল্গুধারার মত যন্ত্রনাদের অদৃশ্য স্রোত,

সেই অরণ্যমাঝে আমার অস্তিত্বের বাস।

সজন, তুমি সৃষ্টি কোরো আমায়, -

নতুন ভাবে, বৃষ্টি-সুরের মুর্ছনায়;

রামধনু রঙ না পেলে, আশমানী রঙ দাও,

তাতে এঁকে দাও মেঘ, 

কি দারুন ওরা ভেসে বেড়ায় সারি বেঁধে,-

দৃশ্য থেকে দৃশ্যান্তর!

তুমি স্রস্টা হও সজন, 

চোখে কাজল ছুঁইয়ে লেপ্টে দাও অশ্রুজল,

চিবুক বেয়ে ফল্গু নেমে আসুক অভিশাপের অবসানে!!


Rate this content
Log in

Similar bengali poem from Romance