রূপকথা
রূপকথা


কবিতার আনাচে-কানাচে মিশে যায় আসমুদ্রহিমাচল,
হারানো শৈশবের রূপকথার ভিড়ে অনুভূতির দোলাচল;
ওদের আনাগোনা চলে কখনও আবির রাঙা সকালে,
বেলাশেষের গানে কিংবা মধ্যরাতের নির্জন মায়াজালে;
নির্ঘুম রজনীতে সবার অলক্ষ্যে নিভৃতে সেই দুঃখবিলাস,
আকাশের তারায় হীরক কুচির দ্যুতি দেখার অভিলাষ;
দিনশেষে ব্যঙ্গমা-ব্যঙ্গমী ব্যস্ত তখন গভীর আলাপনে,
নক্ষত্রের আলো ভরা রাতে স্বপ্নেরা আসে সংগোপনে;
ভালোবাসা আসলে ঠিক যেন নৈঃশব্দ্যের কোলাহল,
উপলব্ধিদের ছুঁয়ে বাক্য সাজায় কিছু শব্দের দাবানল;
প্রাত্যহিক যাপনে দ্রোহের অনলে নিদ্রাই শীতলপাটি,
নিশ্চিন্ত ঘুমের সঙ্গী হোক সোনার কাঠি, রূপোর কাঠি;
বৃষ্টিমুখর ইচ্ছেরা ফিরবেই একদিন চুপকথাদের মাঝে,
হৃদমাঝারে আগুন, ফিনিক্স পাখি রূপকথারই সাজে;
অলীক স্বপ্ন বোনারা যায় হারিয়ে, থেকে যায় শুধু রেশ,
বাস্তবের চৌকাঠ মাড়ানোর আগেই রূপকথার গল্প শেষ।