ভ্যালেন্টাইন্স ডে
ভ্যালেন্টাইন্স ডে
ভালোবাসার খামে আজও ভিড় করে অভিমানী চিঠি,
নিবিড় পিছুটানে জড়িয়ে থাকে একটা নিরন্তর বন্ধন -
উজাড় করা এই বসন্ত প্রেমের সাক্ষী থাকে কৃষ্ণচূড়া,
ঘন কুয়াশার জাল ছিঁড়ে অভিসার মাখে রাঙা পলাশ।
অমলকান্তি রোদ্দুর হোক, ছড়িয়ে পড়ুক অম্লান হাসি,
নাটোরের বনলতা আসুক ফিরে জোছনামাখা পথে,
নকশি কাঁথায় বোনা স্বপ্নগুলো পূরণ হোক সোহাগে;
ফুলহীন গাছে কলি আসার মতো আনন্দঘন আবেশ,
ভালোবাসাটা থাকুক বেঁচে বিশ্বাসের প্রতিটি কণায়।
একমুঠো প্রশ্রয় রোজ ঘর খুঁজে আদুরে আশকারাতেই থামে,
একদিন নয়, প্রতিটা মুহূর্ত থাকুক তোলা ভালোবাসারই নামে।