একতার রঙঋতু
একতার রঙঋতু


ফাগের হাওয়ায় রকমারি রঙবাহার আজ এনেছে ফাগুন,
পলাশের লালের রক্তিম নীলিমায় শেষ বিকেলের আগুন;
বসন্তের রঙিন ক্যানভাসেতে জরাজীর্ণ ভাবনারা ধূলিসাৎ,
গুলালের স্নিগ্ধ ছোঁয়ায় চির অটুট সম্প্রীতির এই বুনিয়াদ;
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শুধুই রাঙিয়ে দেওয়ার আবদার,
অলিগলি জুড়ে কৃষ্ণচূড়ার সুখে একমুঠো খুশির সমাহার;
ঋতুরাজ মেতেছে চেনা-অচেনা সহস্র আবিরের মৃদু গন্ধে,
মনঘরে সোহাগী বসন্তে স্বপ্ন সাজে আবেগী প্রেমের ছন্দে;
মিলন প্রাঙ্গণে রঙমাখা টুকরো শব্দেরা চুপিসারেই আসে,
শেষ বিকেলের ঝরা মালতী হয়ে একতার উজানে ভাসে।