STORYMIRROR

Priyanka Bhuiya

Romance

3.7  

Priyanka Bhuiya

Romance

ভ্যালেন্টাইন্স ডে (ভালোবাসা)

ভ্যালেন্টাইন্স ডে (ভালোবাসা)

1 min
428


রাঙা গোলাপ নাই বা দিলাম, নাই বা দিলাম বিশেষ উপহার,

যদি উদযাপনের মুহূর্ত টপকে রোজনামচায় ভালোবাসা খুঁজি,

তবে কী তুমি আমার গায়ে এঁটে দেবে অপ্রেমিকের তকমা?


মা যখন মাছের বড় টুকরোটা সন্তানের পাতে দিয়ে বলে,

"ওসব আমার ভালো লাগে না, তুই খা", ওটাই ভালোবাসা।


ঘুমহীন জ্বরের রাতে বাবা যখন শিয়রে রাত জাগে আর

কপালে হাত দিয়ে দেখে জ্বরটা ছাড়ল কিনা, ওটাই ভালোবাসা।


ছেলেবেলায় খুনসুটি করতে থাকা ছোট বোনটা বড় হয়ে যখন

খারাপ লাগা-ভালো লাগা গুলো দাদাকে বলে, ওটাই ভালোবাসা।


নাতনির আদুরে আবদারকে প্রশ্রয় দিয়ে ভীষণ আশকারায়

দিদা

যখন মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়, ওটাই ভালোবাসা।


অফিস থেকে বাড়ি ফেরা শ্রান্ত স্বামীর জন্য স্ত্রী যখন ছুটে গিয়ে

এক গ্লাস জল নিয়ে এসে সামনে ধরে, ওটার নামই ভালোবাসা।


মা ঠিক করে পৌঁছল কিনা, বাবা দুপুরের খাবারটা খেয়েছে কিনা,

খবর নিয়ে কর্মব্যস্ত মেয়েটা যখন নিশ্চিন্ত হয়, ওই তো ভালোবাসা।


খুব ছোট, কিন্তু জীবনের এই অমূল্য মুহূর্তরাই নিঃস্বার্থ ভালোবাসা,

শব্দটা আবেগের আর উপলব্ধির, নির্দিষ্ট দিবসের দরকার হয় না;

বিশেষ দিনের উপহারে নয়, আদরে, যাপনে, গোপনে, নিশ্চিহ্নে

নিরাপত্তার বন্ধনে বিশ্বাসের বুনিয়াদে একটু যত্নের নামই - ভালোবাসা।


Rate this content
Log in

Similar bengali poem from Romance