Unmask a web of secrets & mystery with our new release, "The Heel" which stands at 7th place on Amazon's Hot new Releases! Grab your copy NOW!
Unmask a web of secrets & mystery with our new release, "The Heel" which stands at 7th place on Amazon's Hot new Releases! Grab your copy NOW!

Anindita Das

Classics Fantasy

5.0  

Anindita Das

Classics Fantasy

ভবঘুরে জীবন

ভবঘুরে জীবন

1 min
2.8K


চাইনি নিয়মের বেড়াজালে আটকা পড়তে 

ভবঘুরে জীবন হাতছানি দেয়,

আরব - বেদুইনদের মতো দাপিয়ে মরুভূমি

সমুদ্র তার বুকে টেনে নেয় |


নিয়ম মেনে পড়াশোনা, নিয়ম মেনে খেলা,

স্বচ্ছলতা মোড়া সুখী গৃহকোণ,

সোফার কুশন, সোনালী তরল, একাকীত্ব জানে,

সাজানো ঘরে এক ব্যর্থ জীবন |


দেদার মজা নিয়ম ভাঙার, ঘড়ির শাসন হেলে,

বিন্দাস বাঁচতাম নিজের ইচ্ছেমত,

ইচ্ছে হলেই বেরিয়ে পড়া পাহাড়- জঙ্গল চষে,

পালাত ভয়ে বুকে জমা ক্ষত |


কোথায় কোন কৈফিয়ত নেই, নেই দাবিদাওয়া,

নিজের ঘরে নিজের মত বাস,

সৃষ্টিসুখের উল্লাসে মেতে, নিজের খুশিতে বেঁচে,

জমত না বুকে হতাশার দীর্ঘশ্বাস |


কখনো চোরাবালির খাদ, কখনো পাহাড়ের চূড়া

অ্যাডভেঞ্চার খুঁজে নিতাম ঠিক, 

ম্যাপের সন্ধানে দস্যু সেজে ওদের গোপন ঠেকে

পৌঁছে যেতাম একান্ত নির্ভীক |


পুরোনো বাড়ির দূর্গতোরণ, প্রাসাদের গুপ্তকক্ষে

গুপ্তধন খুঁজে পাওয়ার পরে,

জাদুঘরে থাকত সেসব, ভবঘুরে মনটা খুশিতে

আজব সব ধাঁধার সমাধান করে |


নিয়ম ভাঙতে তখনই পারি, যখন নিয়ম গড়ি

মনটা বাঁধি অদৃশ্য শিকলে,

তবুও ভবঘুরে মন, শোনেই না ঘড়ির বারণ

ইচ্ছে মতো হারায় সুযোগ পেলে |


Rate this content
Log in

More bengali poem from Anindita Das

Similar bengali poem from Classics