ভবঘুরে জীবন
ভবঘুরে জীবন


চাইনি নিয়মের বেড়াজালে আটকা পড়তে
ভবঘুরে জীবন হাতছানি দেয়,
আরব - বেদুইনদের মতো দাপিয়ে মরুভূমি
সমুদ্র তার বুকে টেনে নেয় |
নিয়ম মেনে পড়াশোনা, নিয়ম মেনে খেলা,
স্বচ্ছলতা মোড়া সুখী গৃহকোণ,
সোফার কুশন, সোনালী তরল, একাকীত্ব জানে,
সাজানো ঘরে এক ব্যর্থ জীবন |
দেদার মজা নিয়ম ভাঙার, ঘড়ির শাসন হেলে,
বিন্দাস বাঁচতাম নিজের ইচ্ছেমত,
ইচ্ছে হলেই বেরিয়ে পড়া পাহাড়- জঙ্গল চষে,
পালাত ভয়ে বুকে জমা ক্ষত |
কোথায় কোন কৈফিয়ত নেই, নেই দাবিদাওয়া,
নিজের ঘরে নিজের মত বাস,
সৃষ্টিসুখের উল্লাসে মেতে, নিজের খুশিতে বেঁচে,
জমত না বুকে হতাশার দীর্ঘশ্বাস |
কখনো চোরাবালির খাদ, কখনো পাহাড়ের চূড়া
অ্যাডভেঞ্চার খুঁজে নিতাম ঠিক,
ম্যাপের সন্ধানে দস্যু সেজে ওদের গোপন ঠেকে
পৌঁছে যেতাম একান্ত নির্ভীক |
পুরোনো বাড়ির দূর্গতোরণ, প্রাসাদের গুপ্তকক্ষে
গুপ্তধন খুঁজে পাওয়ার পরে,
জাদুঘরে থাকত সেসব, ভবঘুরে মনটা খুশিতে
আজব সব ধাঁধার সমাধান করে |
নিয়ম ভাঙতে তখনই পারি, যখন নিয়ম গড়ি
মনটা বাঁধি অদৃশ্য শিকলে,
তবুও ভবঘুরে মন, শোনেই না ঘড়ির বারণ
ইচ্ছে মতো হারায় সুযোগ পেলে |