প্রতিজ্ঞা
প্রতিজ্ঞা


না কোন প্রতিজ্ঞা করা হয়নি সেদিন
শুধু ভালোবেসে ছিলাম......
তীব্র মীড়ের টানে মীরার মত সমর্পিত হয়েছিলাম |
' তোরে দেখনেকো জিয়া ললচায়ে '
না দেখা হয়নি তখনই |
অপেক্ষার অনন্ত মুহূর্ত পেরিয়ে চোখ ছুঁল তোকে |
থমকে গেল কলরব, থমকে গেল মুহুর্তেরা |
অনেক মন্ত্র পাঠের শেষে হাত রাখলি হাতে ,
সত্যি কি এসবের প্রয়োজন ছিল ? বল ?
সব প্রতিজ্ঞা কি উচ্চারণ করতে হয় শব্দব্রক্ষ্মে ?
মেঘপিয়ন যেমন অদেখা ডাকবাক্সে ফেলে যায় চিঠি
গোপন বিষাদ যেমন নদী হয় বুকের গভীরে
কিছু না বলা কথাও প্রতিজ্ঞা হয় এক নিমেষে |