আসবে কবে
আসবে কবে


বুঝতে পারিনি বিরক্ত করছি, তাই আঁকড়ে ধরেছি বারে বারে,
ভিজতে চেয়েছি তোমার সঙ্গে ভালোবাসার অধিকারে |
ভীষণ প্রয়োজন তোমার সঙ্গে প্রেমের মরসুমে স্মৃতির উঁকি,
দুঃখ আমায় জাপ্টে ধরছে, উড়েছে প্রেমের সুখপাখি |
ক্লান্ত তুমি তখন ভীষণ, ঘর সিগারেটের ধোঁয়ায় ভরে ,
সময় নেই শোনার কথা, ধরেছে ভাঙন কাঁচের ঘরে |
স্বপ্ন ফেরি করতে তবু আসে ভালোবাসার দিন
মনের ঘরে উঠছে তুফান, স্মৃতিগুলো আজও অমলিন |
শুকনো গোলাপ জমানো বাক্স হাসে এখন আমায় দেখে ,
চিরকুট গুলো প্রতিজ্ঞা মাখা, গল্প শোনায় থেকে থেকে |
নিজের ছায়ার সামনে থেকে পালাতে চাই ভীষণ ভাবে,
ভালোবাসার দিবস এল, প্রেম তুমি আসবে কবে ?